আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন প্রার্থী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টদের তথ্য মতে, জেলার ছয় আসনে সাতটি দলের ১৭ জন ও দু’জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির ছয়জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু’জন, খেলাফত মজলিসের একজন, গণঅধিকার পরিষদের চারজন, জমিয়তে উলামায়ে ইসলামের দু’জন ও জাতীয় পার্টির (জি এম কাদের) একজন। এছাড়া দু’টি আসনে দু’জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিসের তথ্য মতে, সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের একজন করে মোট তিনজন এমপি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-২ আসনে বিএনপির দু’জন, খেলাফত মজলিসের একজন ও গণ অধিকার পরিষদের একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৩ আসনে এনসিপির একজন, জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন করে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া সিলেট-৪ আসনে এনসিপি, বিএনপি ও গণঅধিকার পরিষদের একজন করে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৫ আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী একটি করে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সিলেট-৬ আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদের একজন করে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



