বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে মোট ছয়টি পশু কুরবানি করে অসহায় ও বঞ্চিত মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ জুন) ঈদের দিন এ গোশত বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুরবানির গোশত বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ ২ ও জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা বাইতুল মাল সম্পাদক প্রফেসর আজিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার পৌরসভা জামায়াতের সভাপতি নুরুল আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সহ-সভাপতি আবু তাহের মোল্লা, পৌরসভা সেক্রেটারি মোস্তফা সারোয়ার, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ডায়মন্ড আলী আজগর, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল তানভীর, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ মিয়া, ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি কাজী মারুফ, ইসলামি ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি দেওয়ান মোহাম্মদ সাজিদ।
এ সময় প্রধান অতিথি সকলের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদান করার জন্য আহ্বান জানান।