রাজশাহীতে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার

গত সপ্তাহে যে গ্যাস সিলিন্ডার এক হাজার ২৫০ টাকায় পাওয়া যেত, সেটিই এখন কিনতে হচ্ছে এক হাজার ৬০০ টাকায়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
এলপিজি গ্যাসের সিলিন্ডারের সঙ্কট
এলপিজি গ্যাসের সিলিন্ডারের সঙ্কট |নয়া দিগন্ত

রাজশাহীতে হঠাৎ করেই এলপিজি গ্যাসের সিলিন্ডারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বাড়তি দাম দিয়েও বাজারে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা।

এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সঙ্কট আরো প্রকট আকার ধারণ করেছে।

বিক্রেতাদের দাবি, বেশি দামে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে সাধারণ ক্রেতাদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও চরম বিপাকে পড়েছেন।

ক্রেতারা জানায়, গত সপ্তাহে যে গ্যাস সিলিন্ডার এক হাজার ২৫০ টাকায় পাওয়া যেত, সেটিই এখন কিনতে হচ্ছে এক হাজার ৬০০ টাকায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারের জন্য অতিরিক্ত প্রায় ৩৫০ টাকা বেশি গুনতে হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ওমেরা ও ফ্রেশ গ্যাস ছাড়া অন্য কোনো কোম্পানির এলপিজি সিলিন্ডার তেমন পাওয়া যাচ্ছে না। এতে বিকল্পের সুযোগ না থাকায় ক্রেতারা বাধ্য হচ্ছেন বাড়তি দামে গ্যাস কিনতে।

হোটেল ও চা দোকান মালিকরা জানায়, গ্যাসের এ অস্বাভাবিক দাম বৃদ্ধিতে তাদের ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে লোকসান গুনে ব্যবসা চালাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

অন্যদিকে গ্যাসের সিলিন্ডারের ডিলাররা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ভোক্তারা দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।