পাঁচবিবিতে এবার এক রাতে ৪ বাড়িতে চুরি

স্থানীয়দের ধারণা, চেতনানাশক কোনো দ্রব্য ছিটিয়ে বাড়ির মানুষকে অচেতন করে চোরেরা চুরি করেছে।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

Location :

Panchbibi
জানালা কেটে মাহমুদুন নবী কলম মাস্টারের ঘরের ভেতর ঢোকে চোর
জানালা কেটে মাহমুদুন নবী কলম মাস্টারের ঘরের ভেতর ঢোকে চোর |নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরি অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। শনিবার দিবাগত রাতে ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে একই রাতে চারটি বাড়িতে চুরি হয়েছে। এছাড়া কয়েকদিন আগে উপজেলার শিরতা গ্রামে একই রাতে সাত বাড়িতে চুরি হয়েছিল।

উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আ: জব্বারের ছেলে মাহমুদুন নবী কলম মাস্টার জানান, শনিবার দিবাগত রাতে চোরেরা জানালা কেটে ঘরের ভেতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার মালা, কানের দুল ও নগদ দু’লাখ টাকা চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে তিনি বিষয়টি জানতে পারেন।

এছাড়া ওই রাতে একই গ্রামের মজিবর রহমান মোজামের ছেলে হাবিবুর রহমানের প্রায় দুই ভরি স্বর্ণ ও কিনু মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ি থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়। তবে আইয়ুব আলীর ছেলে তুহিনের বাড়িতে ঢুকতে পারলেও কোনো কিছু চুরি হয়নি বলে জানান তিনি।

স্থানীয়দের ধারণা, চেতনানাশক কোনো দ্রব্য ছিটিয়ে বাড়ির মানুষকে অচেতন করে চোরেরা চুরি করেছে।

ভুক্তভোগী কলমের ভাই মাহফুজার রহমান বলেন, ‘এলাকায় একটি চোর সিন্ডিকেট স্যালো মেশিন, বাড়ির পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে।’

স্থানীয় চোররাই এই চুরির ঘটনা ঘটাতে পারে বলে তাদের ধারণা।

এর আগে, গত ১১ জুলাই উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে একই রাতে মফিদুল, ছালামত, শহিদুল, হাবিল, আনিসুল, মমতাজ ও গোপার বাড়িতে একইভাবে চুরি হয় বলে স্থানীয় মহিলা ইউপি সদস্য জানান। এছাড়াও পৌর এলাকায়ও চুরির ঘটনা বেড়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।