মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাসকুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (২৫) এক তরুণের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ২৫ বছরের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা নাকি আত্নহত্যা বুঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।