আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২(সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশিরা আমাতুল্লাহর কার্যালয় থেকে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, নায়েবে আমির ক্বারি আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসাইন সাঙ্গদী প্রমুখ উপস্থিত ছিলেন।



