বান্দরবানে ৬ দফা দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

‘দীর্ঘদিন থেকে বান্দরবানে বাজার ফান্ডের বন্দোবস্তিকৃত লিজের জমির বিপরীতে কোনো প্রকার ব্যাংক ঋণ দেয়া হচ্ছে না। অথচ পাশের মৌজার জায়গায় ব্যাংক ঋণ দেয়া হচ্ছে। এতে করে যেমন বৈষম্যের সৃষ্টি হচ্ছে তেমনি মানুষের দুর্ভোগও বাড়ছে।’

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে ৬ দফা দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান
বান্দরবানে ৬ দফা দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

বান্দরবানে বাজারফান্ডের তৌজিভুক্ত ভূমির ব্যাংক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণ ও বন্দোবস্তি লিজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছর উন্নতিকরণ সহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী জনসাধারণ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হকের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় সেখানে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশিদ, বিএনপি নেতা আবিদুর রহমান, সেলিম রেজা, দৌলতুল কোবির সহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো- বাজার ফান্ডের তৌজিভুক্ত সমস্ত ভূমির বন্দোবস্তি লীজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছরের জন্য মেয়াদ নির্ধারণ করা, বাজার ফান্ডের আওতাধীন তৌজিভুক্ত সকল ভূমিতে ব্যাংক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণ, বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমিতে বহুতল ভবন নির্মাণের সদয় অনুমতি প্রদান, বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমি ক্রয়-বিক্রয়, হস্তান্তর প্রক্রিয়া সহজলভ্যকরণ, বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির কর, খাজনা যৌক্তিক পর্যায়ে সহনীয় করণ এবং বাজার ফান্ড এলাকাকে সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করা।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন থেকে বান্দরবানে বাজার ফান্ডের বন্দোবস্তিকৃত লিজের জমির বিপরীতে কোনো প্রকার ব্যাংক ঋণ দেয়া হচ্ছে না। অথচ পাশের মৌজার জায়গায় ব্যাংক ঋণ দেয়া হচ্ছে। এতে করে যেমন বৈষম্যের সৃষ্টি হচ্ছে তেমনি মানুষের দুর্ভোগও বাড়ছে। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে।

অন্যদিকে ১০ বছরের লিজের মেয়াদ থাকায় এতেও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন, জেলা পরিষদ আইন, বাজার ফান্ড আইন এবং আইনগুলো সংশোধন বা বাতিল না হওয়ার বিভিন্ন সময় সংকট সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় একেক সময়ে বিভিন্ন আইনের ভিন্নতা প্রয়োগ করেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

আইনী মারপ্যাচে বন্ধ রয়েছে বাজার ফান্ডের আওতাধীন তৌজিভুক্ত ভূমির ঋণ ব্যবস্থা। আর এতে ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছে বাজার ফান্ডের ভূমিতে বসবাসকারী সাধারণ ব্যবসায়ী ও জনগণ।

অবিলম্বে এসব সমস্যার সমাধান কারো না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।