সিংগাইরে নিখোঁজের দু’দিন পর নদী থেকে জেলের লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদী থেকে জেলে ভজন রাজবংশীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
সিংগাইর থানা
সিংগাইর থানা |সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় ভজন রাজবংশী (৫৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চান্দহর ইউনিয়নের ঢালীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

ভজন রাজবংশী চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর-মানিকনগর গ্রামের মরহুম ফকির চান রাজবংশীর ছেলে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ভজন রাজবংশী। তার সাথে আরো কয়েকজন জেলে থাকলেও ঘটনার সময় কেউ কিছু বুঝে ওঠতে পারেননি। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ওষুধ সেবনের পরেই তিনি নদীতে মাছ ধরতে যান। ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা অসাবধানতাজনিত কারণে তিনি নৌকা থেকে পড়ে যান এবং সবার অগোচরে পানিতে তলিয়ে যান।

ভজন রাজবংশীর ছোট ভাই বলেন, ‘রাতে একসাথে মাছ ধরছিলাম। হঠাৎ দেখি ভাইয়ের নৌকা খালি অবস্থায় ভাসছে, কিন্তু তিনি নেই। তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি।’

ঘটনার পরদিন শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে সিংগাইর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই নদীতে উদ্ধার তৎপরতা চালায়, স্থানীয়রাও এতে অংশ নেন।

সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুর রহমান বলেন, ‘স্থানীয়রা ঘটনার বিবরণ স্পষ্টভাবে জানাতে না পারায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। তবে আমাদের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করেছেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Topics