মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে আকিদুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আকিদুলের মৃত্যু হয়।
নিহত আকিদুল হোসেন সদর উপজেলার পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া গ্রামের শহর আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দু’-তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আকিদুলকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে নিহত আকিদুলের স্ত্রী অধিফা বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আকিদুল গরু চুরির সাথে কোনোভাবেই জড়িত নয়। তিনি ঢাকা থেকে এসে রাতে ইছাখাদা বাজারে গাড়ি থেকে নামেন। এরপর এলাকার কিছু লোক তাকে মিথ্যা চুরির অভিযোগ দিয়ে মারপিট করে।’
নিহতের ছেলে সাইমুন বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো। তিনি দীর্ঘদিন সাইপ্রাসে ছিলেন। দেশে ফিরে ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। তিনি গরু চুরির সাথে কোনোভাবেই জড়িত না। পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ শিবলী সাদিক বলেন, ‘ট্রিপল নাইনে ফোনের মাধ্যমে জানতে পাই, ইছাখাদা বাজার এলাকায় চোরের অভিযোগে এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির সন্দেহে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।’
তিনি আরো বলেন, ‘নিহত আকিদুলের লাশ মাগুরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



