শাহজাহান চৌধুরী

দেশে আর কোনো দুর্নীতিবাজ, খুনি, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর শাসন চাই না

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস ওয়ালফেয়ার ক্লাবের সভাপতি আবরার হোসাইন সাঈদী।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
দেশে আর কোনো দুর্নীতিবাজ, খুনি, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর শাসন চাই না : শাহজাহান চৌধুরী
দেশে আর কোনো দুর্নীতিবাজ, খুনি, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর শাসন চাই না : শাহজাহান চৌধুরী |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ, খুনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর শাসন চাই না। দেশ পরিচালনায় মেধাবীদের সম্মিলন ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

শুক্রবার (৮ আগস্ট) সকালে স্টুডেন্টস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের হল রুমে আয়োজিত ইতিহাস অলিম্পিয়াড-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নয়া দিগন্ত চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আরফাত হোছাইন বিপ্লব, প্রচ্ছদ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান, স্টুডেন্টস ওয়েলফেয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মাহমুদুল হক পেয়ারু, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি আলী হোসাইন, হাফেজ মাওলানা মুসা তুরাইন, তরুণ উদ্যোক্তা আবু ছিদ্দিক, আইআইইউসি কর্মকর্তা সেলিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস ওয়ালফেয়ার ক্লাবের সভাপতি আবরার হোসাইন সাঈদী।

প্রধান বক্তা শাহাদাত হোসাইন বলেন, ‘তরুণ প্রজন্মকে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথি সাংবাদিক আরফাত হোছাইন বিপ্লব বলেন, ‘নবীনদের মনে রাখতে হবে বড় মানুষ হবার চেয়ে ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ, বিখ্যাত হবার চেয়ে বিশ্বস্ত হওয়া গুরুত্বপূর্ণ। মেধাবী তরুণদেরকে সঠিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে নৈতিকতার বলে বলিয়ান হয়ে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।