দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রোববার সকালে ঝাঝড়ি গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
দর্শনা থানা
দর্শনা থানা |সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে ঝাঝড়ি গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চান মিয়া দর্শনা থানাধিন বেগমপুর ইউনিয়নের ঝাঝড়ি গ্রামের মাঝেরপাড়ার সাহেব আলীর ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, রোববার সকালে চান মিয়া কৃষি কাজ করার জন্য গ্রামের মাঠে যাচ্ছিলেন। একই এলাকার রজব আলীর ছেলে আব্বাস আলী ঝাঝড়ি গ্রামে কেরু অ্যান্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। মাছ চুরি ও প্রাণীতে মাছ খেতে না পারে সেজন্য আব্বাস আলী পুকুরের চারপাশ জিআই তারের সাথে বিদ্যুৎ দিয়ে রাখে। সকালে চান মিয়া পুকুরের পাশ দিয়ে কৃষিকাজে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।