ভারতে আটক ১৫ জনকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে হন্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।
বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও বিজিবির সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে এ পতাকা বৈঠক হয়।
পরে রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে আটজন পুরুষ, দু’জন নারী ও পাঁচ শিশু রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এই ১৫ জন বিএসএফের হাতে আটক হন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।
তিনি বলেন, নাম-পরিচয় যাচাই বাছাই শেষে আজ মঙ্গলবার তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।
সূত্র : বাসস