বাংলা সাহিত্যের শক্তিমান আধুনিক কবি, পল্লীকবি খ্যাত জসিমউদদীনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ফরিদপুরে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে শহরের অম্বিকাপুরে কবির বাসভবনে এ উপলক্ষে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জসিম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়, শব্দকাহনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ সময় পুষ্পমাল্য অর্পণ ও কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে কবির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এমএ সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সম্পাদক হাসানুজ্জামান, শব্দকাহনের সম্পাদক মাজেদুল ইসলাম লিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, দেশে রাষ্ট্রীয় শোক চলায় এবার সংক্ষিপ্তভাবে কবির জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষ করা হয়।



