ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ের পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

‘বাচ্চাদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের লাশ ফেরত নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে।’

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ের পুকুর
ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ের পুকুর |নয়া দিগন্ত

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

আয়মান হোসেন সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘণ্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাশহুর রহমান নামের এক সাঁতার প্রশিক্ষণার্থীর অভিভাবক বলেন, ‘বাচ্চাদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের লাশ ফেরত নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা এবং ইউএনও কার্যালয় সংশ্লিষ্টদের এর দায় নিতে হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।’

ঘটনার সতত্যা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’