‘সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে আমরা কারো সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করবো না’- এমন মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মো: ফখরুদ্দীন মানিক।
তিনি বলেন, ‘দাগনভূঁঞা ও সোনাগাজীর সর্বত্র সকল ধর্মের মানুষকে নিয়ে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা হবে।’
আজ সোমবার সকালে সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের কুঠির হাট কালি মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শারদীয় দুর্গাপূজাকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি কৃতজ্ঞ। আপনাদের উৎসব যেন শৃঙ্খলা ও নিরাপত্তার সাথে পালন করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই বাংলাদেশে জন্ম নেয়া এবং বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ আবাসস্থল ও কর্মক্ষেত্র নিশ্চিত হোক। কেউ যেন অসৎ উদ্দেশ্যে বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনাদের ব্যবহার করতে না পারে। সংখ্যার ভিত্তিতে কাউকে সামাজিক মর্যাদা বা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। রাষ্ট্রের দায়িত্ব হলো- এই দেশে বসবাসকারী সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা।’
ডা. মানিক বলেন, ‘আমরা সবসময় যেকোনো সমস্যা ও সংকটে আপনাদের পাশে একজন ভাই, বন্ধু এবং নিকটতম প্রতিবেশী হিসেবে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।’
অনুষ্ঠানে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মাওলানা আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর, ইউনিয়ন সেক্রেটারি কাজি মামুন, পূজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার বিভিষণ বসাক এবং মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. শান্তি কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।