জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২ দলীয় জোট মনোনীত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যারা ভোট চুরি ও কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই তাদের অপকর্ম সফল করতে পারবে না। ভোট চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনতাকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।’
শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ইতোমধ্যে ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু হয়েছে। মানুষকে হুমকি দিয়ে কেন্দ্র দখল করে ভোট চুরির পাঁয়তারা চলছে। দুর্নীতি ও লুটপাটের অভিযোগে যারা জেল খেটেছে, তারাই আবার নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতায় গিয়ে তারা আবারো লুটপাট চালাতে চায়। কিন্তু জনগণ এখন সচেতন, তারা আর দুর্নীতিবাজদের ফাঁদে পা দেবে না।’
তিনি বলেন, ‘দেবিদ্বারের মানুষ অতীতে যারা খাম্বা চুরি, মিটার চুরি ও ট্রান্সমিটার চুরির সাথে জড়িত ছিল, মামলা খেয়ে জেল খেটেছে তাদের ভোট দেবেন না। এসব দুর্নীতিবাজ চক্রই এখন ভোট চুরির অপচেষ্টা চালাচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করব।’
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কেউ যদি আমার বিরুদ্ধেও ভোট দেয়, সেই ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারে আমি সেটি নিশ্চিত করব। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার মধ্যে কোনো সম্মান নেই।’
তিনি আরো বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে একটি আমূল পরিবর্তনের লক্ষ্যে। তরুণ সমাজ রক্ত দিয়েছে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। মানুষের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটের অবসান হবে। কিন্তু অপশক্তি নানা কৌশলে ভোট লুট করে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে।’
পদযাত্রা থেকে তিনি দেশে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা ও জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। পদযাত্রায় এনসিপি ও জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



