নাটোরের বাগাতিপাড়ায় হিরোইন বিক্রির সময় স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এছাড়া গাজা বিক্রিকালে অপর এক ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলার হিজলী পাবনাপাড় এলাকার আকবর আলীর ছেলে মো: জনি (৩৬) ও তার স্ত্রী চম্পা খাতুন (২২) হিরোইন বিক্রির সময় তাদের নিজ বাড়ি থেকে আটক হন। অন্যদিকে বাগাতিপাড়া পৌরসভার সোনাপাতিল মহল্লার আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম তুফানকে (৪৯) গাজা বিক্রির সময় মালঞ্চি বাজারে নিজ লন্ড্রির দোকান থেকে আটক করা হয়।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।