পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ আকন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিঁপড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকন ওই গ্রামের মো: দুলাল আকনের ছেলে এবং ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সাথে পায়রা নদীতে গোসল করতে নামে আলিফ। একপর্যায়ে নদীতে তার জুতা ভেসে যেতে দেখে তা তুলতে গেলে স্রোতের টানে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা আলিফকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মির্জাগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো: জুয়েল হাওলাদার তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।