পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আপনারা আমাকে ভালবাসেন, তাই সেই ভালবাসার প্রতিক হিসেবে আমি আপনাদের জন্য জীবন দিতে চাই। শেষ জীবন উৎসর্গ করতে চাই। শেষবারের মতো যদি আপনারা সুযোগ দেন ভালবাসা দেন তাহলে ধনী, গরীব, জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের জন্য কাজ করে শেষ নি:শ্বাস ত্যাগ করতে চাই। আমার দ্বারা কখনো সন্ত্রাসী, অনিয়ম, দুর্নীতির প্রশ্রয় পাবে না। আগেও পাননি। ভবিষ্যতেও পাবেন না।’
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন আর আমাকে ধানের শীষ প্রতিক দিয়ে আপনাদের কাছে রেখে গিয়েছিলেন। সেই থেকে আমি আপনাদের সাথে আছি। আপনারাও আমাকে সেইভাবে চেনেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও লন্ডন থেকে তারেক রহমানও আমাকে বেছে নিয়ে মনোনয়ন দিয়ে বারবার আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি পাবনা-৩ আসনে যতবার নমিনেশন চেয়েছি, ততবার আমাকে দিয়েছেন তারা। গতবার জাতীয় নির্বাচনে আমরা ১১ জন ছিলাম প্রতিদ্বন্দ্বি প্রার্থী। তার মধ্যে একজন আমাকে দেয়া হয়েছিল। এবারও পাঁচজন, সাতজন, বা আটজন হবে লিখে রাখেন। ভাগ্য কার আছে আল্লাহ ভাল জানেন। এবারো আমি মনোনয়ন চাই। আমার প্রতি আপনাদের যদি প্রেম ভালবাসা ভরসা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘যখন এমপি ছিলাম তখন আপনারা জানেন কতটুকু কি করেছি আপনাদের জন্য। আমার কাছে প্রস্তাব এসেছিল ভাল একটি ডাকবাংলো হবে কোথায় করা যায়। তখন আমি সেটি এই ভাঙ্গুড়ায় করে দিয়েছিলাম। ভাঙ্গুড়া যে গুরুত্বপূর্ণ সড়কগুলো দেখেন সেগুলো আমার হাতে করা। গত ১৭ বছরে তার কোনো উন্নয়ন নেই। ভাঙ্গুড়া থানা হবে সেই কাজও ভাঙ্গুড়াবাসীর চাহিদার প্রেক্ষিতে করে দিয়েছিলাম। ওই সময় মন্ত্রীকে সাথে করে নিয়ে ভাঙ্গুড়া থানা উদ্বোধন করেছিলাম। আপনারা সবই জানেন। তাই শেষবারের মতো আপনাদের কাজ করতে সবার দোয়া আর ভালবাসা চাই।’
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান লিটন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের সাবেক ভিপি ফিরোজ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন প্রমূখ।
জনসভা শেষে কে এম আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়ে ভাঙ্গুড়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার হাজার হাজার নেতাকর্মী সমর্থক র্যালিতে অংশ নেন।