ঈশ্বরদীতে বিজয় দিবস উপলক্ষে ৫ দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন

নবীন ও তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র, মাঝারি এগ্রো প্রোডাক্ট ও বহুজাতিক কোম্পানির মেলায় ৫০টি স্টলের মাধ্যমে উদ্যোক্তা নিজেদের তৈরি খাবার ও বাহারি পণ্যসামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে ৫ দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন
ঈশ্বরদীতে ৫ দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার জয়নগরে অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রিসোর্টের ভেতরে ফিতা কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

নবীন ও তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র, মাঝারি এগ্রো প্রোডাক্ট ও বহুজাতিক কোম্পানির মেলায় ৫০টি স্টলের মাধ্যমে উদ্যোক্তা নিজেদের তৈরি খাবার ও বাহারি পণ্যসামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী খায়রুল ইসলামের সভাপতিত্বে ও রোকসানা আক্তার লাকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মো: ওয়াহিদ হোসেন এনডিসি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলরের সহধর্মিণী বুশরা হোসেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান সাকি, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের হেড অব অপারেশন ইঞ্জিনিয়ার আল ইমরান সরকার, খায়রুল গ্রুপের সিইও মুনেম তাজ‌ওয়ার অহিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির মন্ডল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, আব্দুল জলিল লিচু কিতাব, ট্রাস্ট ব্যাংক দাশুড়িয়া শাখার ম্যানেজার আব্দুস সবুর, বিএনপি নেতা আবুল কাশেম, সলিমপুর ইউনিয়ন, যুবদলের সভাপতি সুমন মালিথা, সাধারণ সম্পাদক মশিউর রহমান রতন ও যুবদল নেতা সানাউল হক প্রমুখ।