মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর কিছুক্ষণ পর একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।
নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সাধারণ ভোটাররা মনে করছেন, বিষয়টি স্বামী-স্ত্রীর মাঝে ভোটের প্রতিযোগিতা নয়, বরং এটি রাজনৈতিক কৌশল। যদি কোনো কারণে আইনি জটিলতায় লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন বাতিল হয়ে যায়, বিকল্প হিসেবে তার স্ত্রী নির্বাচনে প্রতিযোগিতা করবেন।
এবারের নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়াও নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির নেতা জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার। এছাড়া এ আসনে ময়মনসিংহ মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো: আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাহমিনা জামান শ্রাবণী বিপুল ভোট পেয়েছিলেন।



