দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

সোমবার রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের পরিত্যক্ত একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
মৃত আলাউদ্দিন
মৃত আলাউদ্দিন |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর আলাউদ্দিন (৩৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের পরিত্যক্ত একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আলাউদ্দিন ওই গ্রামের মো: সুলতান আহমেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে নি‌য়ে যান। মেরামতের একপর্যায়ে রাত ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং এখন যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকেই অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে দেবিদ্বার থানায় একটি জিডি করা হয়।

আলাউদ্দিনের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, ‘আমি তিনটা ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর-শাশুড়ি নিয়ে কোথায় দাঁড়াব? ওদের ভবিষ্যৎ কি হবে?’

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Topics