চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। এ অভিযানে একটি বিদেশী পিস্তল, দু’টা ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোরে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইদুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী এলাকার ব্রিজপাড়ার মরহুম কিয়াম উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্প ও দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দশমী ব্রিজপাড়ায় দামুড়হুদা মডেল থানা পুলিশ ও চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।