নির্বাচনের তফসিল ঘোষণার পর রংপুরে পুলিশের বিশেষ মহড়া

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে নগরীতে এ মহড়া শুরু করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
পুলিশের ২০টি গাড়ি সাইরেন বাজিয়ে এ মহড়া দেয়
পুলিশের ২০টি গাড়ি সাইরেন বাজিয়ে এ মহড়া দেয় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ মহড়া চালিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় উৎসুক জনতার মধ্যে কৌতূহল দেখা দেয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে নগরীতে এ মহড়া শুরু করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি কমিশনার মো: মজিদ আলীর নেতৃত্বে মহড়াটি পুলিশ লাইন থেকে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংক, মেডিক্যাল, টার্মিনাল, বিনোদপুর, দর্শনা, মডার্ন, দমদমা, সাতমাথা, সিগারেট কোম্পানি ও জাহাজ কোম্পানি মোড় হয়ে আরএমপি কার্যালয়ে এসে শেষ হয়। নগরীর ছয়টি থানা পুলিশের ২০টি গাড়ি সাইরেন বাজিয়ে এ মহড়ায় অংশ নেয়।

মহড়া প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, ‘তফসিল ঘোষণার পর পরই এ মহড়া শুরু হলো। নির্বাচন শেষ হওয়ার পর পর্যন্ত এটি অব্যাহত থাকবে। এটি একদিকে যেমন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের সংকেত, অন্যদিকে অপরাধীদের জন্যও সতর্ক সংকেত।’

তিনি বলেন, ‘আমরা সব রাজনৈতিক পক্ষকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অনুরোধ করছি। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য মাঠে সার্বক্ষণিক কাজ করবে পুলিশ। এখন অন্যরকম এক পুলিশিং দেখবে নগরবাসী।’

এদিকে কেউ যদি নিয়মের ব্যত্যয় ঘটাতে চায় সাথে সাথে পুলিশকে ইনফর্ম করার আহ্বান জানান তিনি।

মডার্ন মোড়ে মহড়ার বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতেই এ উদ্যোগ। এর মাধ্যমে নগরবাসীকে আশ্বস্ত করা হলো, নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ সাহসী ও উদ্যোমী। যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে চাইবে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।’