নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী ট্রলার ডুবে যাওয়া নিখোঁজ দুই মাঝি জিয়াউর রহরমান (২২) ও মারুফের (২৫) লাশ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ছেঁছরাখালী ধলাই নদীতে ডুবে যাওয়া ট্রলারের তলদেশ থেকে লাশ দুটি উদ্ধার করে ডুবুরি দল, ফায়ার সার্ভিসের সদস্য স্থানীয়রা।
মৃত জিয়াউর রহমান পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের আব্দুল গফুরের ছেলে ও একই গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে মারুফ (২৫)।
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) ভোর রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজার সংলগ্ন ধলাই নদীতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়েও তাদের সন্ধান করতে পারেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) রাতে পূর্বধলা থেকে তিন মাঝি ৩০ টন ওজনের বালুবাহী ওভারলোড একটি ট্রলার নিয়ে মোহনগঞ্জের ছেঁছরাখালীর উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৩টার দিকে সেখানে পৌঁছার আগেই নদীতে প্রবল স্রোতের টানে অতিরিক্ত ওজনের কারণে তাল সামলাতে না পেরে বালুবাহী ট্রলারটি ডুবে তলিয়ে দুই শ্রমিক নিখোঁজ হয়ে যান। একই গ্রামের শাদত আলীর ছেলে আব্দুল হক (৪০) সাঁতরে কোনো রকম তীরে উঠতে সক্ষম হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে মোহনগঞ্জ থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম নয়া দিগন্ত প্রতিনিধিকে বলেন, ‘ট্রলার ডুবির ঘটনার ৩৮ ঘণ্টা পর ডুবুরি দল, ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ ও স্থানীয়দের সহয়তায় বুধবার বিকেল ৫টার দিকে ডুবে যাওয়া ট্রলারের তলদেশ থেকে নিখোঁজ দুই মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’