ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

টাঙ্গাইলে বিএনপি-জামায়াতসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

‘উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করছেন। প্রার্থীদের প্রতি আহ্বান সবাই যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন।’

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলে একদিনে বিএনপি-জামায়াতসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়
টাঙ্গাইলে একদিনে বিএনপি-জামায়াতসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টাঙ্গাইলে একদিনে বিএনপি ও জামায়াতসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে তারা এ মনোনয়নপত্র ক্রয় করেন। এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়নপত্র কিনেছেন তিনজন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম, স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও জামায়াত মনোনীত প্রার্থী মোন্তাজ আলী।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির মনোনীত প্রার্থী এস এম ওবায়দুল হক ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত আলী।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদ মোস্তফা, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতের প্রার্থী এ কে এম আব্দুল হামিদ ও স্বতন্ত্র প্রার্থী পনির মিয়া মনোনয়নপত্র ক্রয় করেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর মনোনয়নপত্র ক্রয় করেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করছেন। প্রার্থীদের প্রতি আহ্বান সবাই যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন।’