সিলেটে ফের আগুন, এবার ৩টি বাড়ি পুড়ে ছাই

এদিকে টানা ৩ দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় জনমনে নানা শঙ্কা বিরাজ করছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ফের আগুন, এবার ৩টি বাড়ি পুড়ে ছাই
সিলেটে ফের আগুন, এবার ৩টি বাড়ি পুড়ে ছাই |ছবি : নয়া দিগন্ত

সিলেটে টানা ৩ রাত ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা। এবার দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার রায়েরগ্রামে অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর যীশু তালুকদার জানান, বৈদ্যুতিক শর্ট শার্টিক থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে ৩টি বাড়ির ১৯টির মতো কক্ষ পুড়ে গেছে।

জানা যায়, মধ্যরাতে রায়েরগ্রামের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একে একে পাশাপাশি ৩টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একাধিক ইউনিট পৌঁছলেও রাস্তায় সংস্কার কাজের জন্য দমকল বাহিনীর বড় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি। পরে ছোট গাড়ি গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরের পানি দিয়ে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হয়।

এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, এর আগের রাত রোববার দিবাগত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে যায়।

এরও আগের গভীররাতে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলে সেটি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ওই রাতে নগরীর কুমারগাও বাসস্ট্যান্ডে থাকা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। সেটিও পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে টানা ৩ দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় জনমনে নানা শঙ্কা বিরাজ করছে।