রামুতে লোকালয় থেকে ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সাপটি একটি ‘মা’ ছাগল মেরে সেটি খাওয়ার চেষ্টা করছিল। পরে সাপটি রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনভূমিতে অবমুক্ত করা হয়।

Location :

Ramu
উদ্ধার করা অজগর
উদ্ধার করা অজগর |নয়া দিগন্ত

রামু (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের রামুতে লোকালয় থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার করে বনভূমিতে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়ায় এলাকাবাসী সাপটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামানের নির্দেশে সাপটি উদ্ধার করেন রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা।

রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোকালয় থেকে সাপটি উদ্ধার করি। এসময় সাপটি একটি ‘মা’ ছাগল মেরে সেটি খাওয়ার চেষ্টা করছিল। পরে সাপটি রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনভূমিতে অবমুক্ত করা হয়।”

Topics