খাগড়াছড়ির রামগড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশে সংঘর্ষে মো: আবুল কালাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরো আটজন আহত হয়েছে।
আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো: আবুল কালাম তৈছালা গ্রামের মরহুম আসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামগড়ের তৈছালা গ্রামে সাদ্দাম নামের এক ব্যক্তির গরু প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে ঢুকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সালিশ ডাকা হয়। সালিশ চলাকালে দু‘পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আবুল কালামসহ আটজন আহত হন। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আবুল কালামসহ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে আবুল কালামের মৃত্যু হয়।
গরুর মালিক সাদ্দামের ভাই শাহিন আলম অভিযোগ করেন, স্থানীয় রহিম উল্লাহর ইন্ধনে আরিফ, আবছার, মৌমিন, দেলোয়ার, দাউদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে তাদের লোকজন আহত হন এবং সালিশ দেখতে আসা আবুল কালাম নিহত হন।
অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।