উচ্চকক্ষে পিআর নির্বাচন সময়ের দাবি : ড. আতিক মুজাহিদ

‘জামায়াত উচ্চকক্ষ নিম্ন-কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক চায়, নিম্নকক্ষে নয়।’

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
উচ্চকক্ষে পিআর নির্বাচন সময়ের দাবি : ড. আতিক মুজাহিদ
উচ্চকক্ষে পিআর নির্বাচন সময়ের দাবি : ড. আতিক মুজাহিদ |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, ‘জামায়াত উচ্চকক্ষ নিম্ন-কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক চায়, নিম্নকক্ষে নয়।’

বিএনপি উচ্চকক্ষের পক্ষে ভেটো দিলেও তারা নমনীয় অবস্থানে আছে। তবে নিম্নকক্ষের ক্ষেত্রে এনসিপি মনে করে ফ্যাসিবিলিটি নেই। আমার ধারণা, উচ্চকক্ষ নিয়ে কমিশনে মোটামুটি সবাই একমত হয়েছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্যও উচ্চকক্ষ পিআর এখন সবচেয়ে জরুরি।

তিনি আরো বলেন, বিএনপি যেভাবে উচ্চকক্ষ চাচ্ছে, সেটি আসনভিত্তিক, যত আসন পাবে, সে অনুযায়ী প্রতিনিধিত্ব। কিন্তু আমরা চাই ভোটের শতাংশের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন হোক।

আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই যেখানে সবাই মিলেমিশে একত্রে কাজ করতে পারবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার মুনস্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসান, আখলাক আলী রকি এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা।