গুরুদাসপুরে উচ্চশব্দে গান বাজানোর ঘটনায় আটক ৫৭ কিশোর : মাদক সংশ্লিষ্টতায় কারাগারে ৭

এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩৩ জনকে মুচলেকায় ছেড়ে দিয়ে বাকিদের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর)

Location :

Natore
উচ্চশব্দে গান বাজানোর ঘটনায় আটক ৫৭ কিশোর
উচ্চশব্দে গান বাজানোর ঘটনায় আটক ৫৭ কিশোর |নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে উচ্চশব্দে গান বাজিয়ে ডিজে পার্টির উদ্দেশে যাওয়ার পথে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩৩ জনকে মুচলেকায় ছেড়ে দিয়ে বাকিদের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার খুবজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তি সবাই পাশের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, চলনবিলের নৌকায় উঠে ডিজে পার্টি করার উদ্দেশে মিনি ট্রাকে উচ্চশব্দে গান বাজিয়ে ধানাইদহ থেকে গুরুদাসপুরের বিলসা এলাকায় যাচ্ছিল ওই কিশোররা। এ সময় খুবজীপুর-বিলসা সড়কে টহলরত সেনাবাহিনী তাদের গতিরোধ করে তল্লাশি চালিয়ে সাতজন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার ভদকা, ৩০০ গ্রাম গাজা, গাজা সেবনের বিভিন্ন উপকরণসহ ৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করে। পরে তাদের আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩৩ জন কিশোরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। বাকি সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।