নোয়াখালীর হাতিয়ায় তীব্র তাপদাহে অসুস্থ হওয়ার ঘটনায় নন্দ কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাতজন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অসুস্থ সবাই নন্দ কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা অ্যাসেম্বলিতে যোগ দেয়। যথা নিয়মে ক্লাশ শুরু হয়। ক্লাশ শুরুর কিছুক্ষণ পর টিনশেডের একটি ভবনে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেন।
পরে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দিলে তারা এসে তাদের সন্তানদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অসুস্থ ছাত্রীদের মধ্যে সুরাইয়া আক্তার ৮ম শ্রেণি, আফিফা খাতুন ১০ম শ্রেণি, ফাতেমা বেগম ১০ম শ্রেণিসহ সাতজন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিক্যাল অফিসার মো: সামছুদ্দিন জানান, গরমের তীব্রতা বাড়ার কারণে অসুস্থ হয়ে পড়লে ছাত্রীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। তারা আগের চেয়ে ভালো আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর চন্দ্র দাস বলেন, ‘বিদ্যালয়ে অবকাঠামো দুর্বল হওয়ায় এবং সীমিত পরিসরে টিনশেডের রুমে অনেকটা গাদাগাদি করে ক্লাশ নিতে হয়। উপরন্তু তীব্র তাপদাহের কারণে ক্লাশরুমে পাঠদান চলার সময়ে সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দেয়া হয়।’