বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালের মুলাদী উপজেলায় দোয়া ও শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারী মুলাদী মাহমুদজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো: শরিয়ত উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি বলেন, ‘আমি যখন মুলাদীর দোয়া অনুষ্ঠানে আসব তখন আমাকে বলা হয়, আপনি সাবধানে থাকবেন, যখন-তখন ফ্যাসিস্টরা হামলা, গুলি করতে পারে। তখন আমি বলেছি, আমার দোয়া অনুষ্ঠানে আমি যাব। খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। আমি মৃত্যুকে ভয় করি না।’
তিনি বলেন, ‘উপজেলার মানুষের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত রয়েছি। এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব। মুলাদীর মাটি ধানের শীষের ঘাঁটি। ১৯৭৪ সালে রক্ষীবাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি বেঁচে ফিরেছি।’
তিনি আরো বলেন, ‘ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গতকাল শুক্রবার অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করেছে। আমি এর জোড় প্রতিবাদ জানাচ্ছি। হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’
অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, ‘হাদিকে গুলি করে প্রমাণ করতে চায় নির্বাচন হতে দেয়া যাবে না। নির্দিষ্ট সময়ে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হবে। ফ্যাসিবাদদের ষড়যন্ত্র জাতীয়তাবাদী শক্তি জনগণদের নিয়ে নস্যাৎ করে দিবে।’
মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তর আধুনিক মেডিক্যাল কলেজের ড্যাব সভাপতি অধ্যাপক ডা: জাহানারা লাইজু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, কেন্দ্রীয় যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু, উপজেলা কৃষকদল সভাপতি সালাম কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আজম, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস হাওলাদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিহাব উদ্দিন পেসকার, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, কাজী ইকবাল, অধ্যাপক মনিরুজ্জামান, আলমগীর সিকদার, জসিম সিকদার, মমিউর রহমান মাসুদ, মোশররফ ঢালী, সায়লা সারমিন মিমু, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাচ্চু, ইদ্রিসুর রহমান সরদার, আনিসুর রহমান আলাল, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, সাইদুর রহমান জীবন, স্বপন হাওলাদার, জাকির হোসেন খান, উপজেলা মহিলাদল সভাপতি ইসরাত জাহান লিলি, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



