ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো: আজমুল হক বলেছেন, ‘আমরা কোনো পক্ষ না আমরা নিরপেক্ষ’।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ‘ভোটের পরে আপনি ভোট গুনে বাড়ি যাবেন যাতে আপনার সন্তান আপনাকে প্রশ্ন করতে না পারে। এবার রাষ্ট্র চাচ্ছে ভোটটা ভালো হোক। ভালো করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই সবাই মিলে ভালো থাকি।’
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। এ সময় আরো বক্তব্য রাখেন নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার তারেক আজিজ, মির্জাপুর সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, গণমাধ্যম প্রতিনিধিসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
১২ ফেব্রয়ারির নির্বাচন সুন্দরভাবে করার জন্য তিনি কর্মকর্তাসহ সবাইকে কাজ করার আহ্বান জানান।



