খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুল ইসলাম নগরীর মহেশ্বরপাশা এলাকার তোতা ইসলামের ছেলে।
রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো: আজাদ রহমান জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় নাঈম ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মেইন রোডের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি ট্রেন তাকে ধাক্কা দিলে ট্রেনের নিচে পড়ে ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস আলম খান বলেন, রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেসে কাটা পড়ে দিন মজুর নাঈম ইসলামের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।