বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন ড্যাব নেতা সোহেল

‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।’

অনলাইন প্রতিবেদক
লিফলেট বিতরণ করছেন ড্যাব নেতা সোহেল
লিফলেট বিতরণ করছেন ড্যাব নেতা সোহেল |নয়া দিগন্ত

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক ডা: বাছেদুর রহমান সোহেল বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (৮ নভেম্বর) কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিভিন্ন বাজারে তিনি এ লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে ডা: সোহেল করিকান্দি বাজার, বাতাকান্দি বাজার এবং নারান্দিয়া ইউনিয়নের কাঁচারী বাজারে সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট পৌঁছে দেন।

৩১ দফার লিফলেট বিতরণকালে ডা: বাছেদুর রহমান সোহেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছেন। তিনি নিজেকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক জিয়াকে তার নেতা হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, ‘শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা।’

গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মার্কা হিসেবে ধানের শীষকে তুলে ধরে ডা: সোহেল জানান, ৩১ দফা ও ধানের শীষের প্রচারে তিনি উঠান বৈঠক করে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছেন। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে চলমান ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।’

তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন, দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তার মতে, বিএনপি ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে ব্যবসা করতে পারবে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার জায়গা হিসেবে অভিহিত করে ডা: সোহেল তার জন্য সকলের কাছে দোয়া চান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। জনগণের ভালোবাসা নিয়ে তিনি কুমিল্লায় বিএনপির দুর্গ গড়ে তোলার অঙ্গীকার করেন। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সাথে আমৃত্যু কাজ করে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি।

লিফলেট বিতরণ শেষে ডা: বাছেদুর রহমান সোহেল মোটরবাইক শোভাযাত্রা নিয়ে হোমনা উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র‍্যালিতে অংশগ্রহণ করেন।