‘আগামীতে তারেক রহমানের নেতৃত্বেই গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে’

শুক্রবার বিকেলে লৌহজং উপজেলার সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিএনপির ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম আজাদ এ কথা বলেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
বিএনপির ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের সমাবেশ
বিএনপির ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের সমাবেশ |নয়া দিগন্ত

বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। কারণ ঐক্যের বিকল্প নেই। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আর সেই সরকারের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বেই গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।‘

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লৌহজং উপজেলার সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লৌহজং উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিএনপির ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী ও উন্নয়নবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনূর শিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আল-আমীন খান, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ওমর ফারুক রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: রানা হোসেন রনি প্রমুখ।

এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।