নাটোরের সিংড়ায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা আদর্শ গ্রামের হাফেজ রাজু আহমেদের মেয়ে।
জানা গেছে, বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবেয়া খাতুনের মৃত্যু হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।