উলিপুরে ভা‌গিনার বাঁশের আঘাতে মামা নিহত

বুধবার বেলা ১১টার দিকে উপ‌জেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা-ভাগিনার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনিছুর রহমান তার মামা খায়রুল হকের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন খায়রুল হক।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
গ্রেফতার হত্যায় অভিযুক্ত ভাগিনা আনিছুর রহমান
গ্রেফতার হত্যায় অভিযুক্ত ভাগিনা আনিছুর রহমান |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাগিনার বাঁশের লা‌ঠির আঘাতে চি‌কিৎসাধীন অবস্থায় খায়রুল হক (৬৫) না‌মে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ভাগিনা আনিছুর রহমানকে (৪৮) গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

এর আগে, বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপ‌জেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, বুধবার বেলা ১১টার দিকে উপ‌জেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা-ভাগিনার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনিছুর রহমান তার মামা খায়রুল হকের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন খায়রুল হক। প‌রে স্বজনরা তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তি‌নি মারা যান।

খবর পে‌য়ে বৃহস্প‌তিবার বি‌কে‌লে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে অভিযুক্ত ভাগিনা আনিছুর রহমানকে গ্রেফতার করেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বৃহস্প‌তিবার বি‌কে‌লে অভিযুক্ত ভা‌গিনা আনিছুর রহমানকে গ্রেফতার‌ করা হ‌য়ে‌ছে। এ বি‌ষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।