মোহনগঞ্জে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

নিহতের ছোট ভাই ইয়াসিন জানান, সোমবার রাতে তারা দু’ভাই এক ঘরে ঘুমাতে যান। রাতে ইদু মিয়াকে ফোন করে কে বা কারা ঘরের বাইরে নিয়ে যায়।

মোহনগঞ্জ থানা
মোহনগঞ্জ থানা |সংগৃহীত

মো: লুৎফর রহমান, মোহনগঞ্জ (নেত্রকোনা)

নেত্রকোনার মোহনগঞ্জে মো: ইদু মিয়া (২০) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন মোহনগঞ্জের আদর্শ নগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। এর আগে উপজেলার সুয়াইর ইউনিয়নের আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ইদু মিয়া হাটনাইয়া কামারগাঁও গ্রামের মরহুম আনজুবালীর ছেলে।

নিহতের ছোট ভাই ইয়াসিন জানান, সোমবার রাতে তারা দু’ভাই এক ঘরে ঘুমাতে যান। রাতে ইদু মিয়াকে ফোন করে কে বা কারা ঘরের বাইরে নিয়ে যায়। পরে ইয়াসিন ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে ইদু মিয়াকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হন ইয়াসিন। পরে পাশের শিবিরের স্কুলের একটি পরিত্যাক্ত রুমে তার গলা কাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: শফিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ সুরতহাল সংগ্রহ করছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।