মুলাদীতে ৪ দিন ধরে মাদরাসার ছাত্র নিখোঁজ

তার কোনো খোঁজ পাওয়া গেলে নিকটস্থ থানা কিংবা ০১৭৭৬৭৪৮২০২ এ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
নিখোঁজ ইব্রাহীম
নিখোঁজ ইব্রাহীম |সংগৃহীত

বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডে মুলাদী কাসেমুল উলুম ইসলামিয়া কওমি মাদরাসার কিতাব বিভাগের ছাত্র ইব্রাহীম চার দিন ধরে নিখোঁজ রয়েছে।

ইব্রাহীমের মা রুবিনা আক্তার বলেন, গত ২২ জুন মাদরাসা হতে কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসে। মা রুবিনা আক্তার ২৫ জুন মাদরাসায় দিয়ে আসেন। ওই দিন দুপুর পৌনে তিনটার দিকে কাউকে কিছু না বলে ইব্রাহীম আবার মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

মুলাদী থানায় সাধারণ ডায়েরি থেকে জানা যায় ইব্রাহিমের পরিচয় হলো: পিতা- মোবারক, মাতা- রুবিনা আক্তার, মুলাদী পৌরসভার ১নং ওয়ার্ড, চরগুদিঘাটা পাতারচর, বয়স- ১৩ বছর। মাদরাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার শরীরে কালো রংয়ের টি-শার্ট ও বেগুনি কালারের পায়জামা পরা ছিল। তার উচ্চতা ৫ ফুট, শারীরিক গঠন চিকন, কালো রং-এর চুল, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে। সে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে।

তার কোনো খোঁজ পাওয়া গেলে নিকটস্থ থানা কিংবা ০১৭৭৬৭৪৮২০২ এ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।