সুন্দরবনে ৭০০ কেজি কাঁকড়াসহ ট্রলার জব্দ

এ সময় যৌথ অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা কাঁকড়া ও ট্রলার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
সুন্দরবনে জব্দ করা ট্রলার
সুন্দরবনে জব্দ করা ট্রলার |নয়া দিগন্ত

সুন্দরবনের কাছে খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আনুমানিক ৭০০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদে এই অভিযান চালিয়ে এ ট্রলার জব্দ করা হয়।

এ সময় যৌথ অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা কাঁকড়া ও ট্রলার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, ‘জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। চোরাকারবারিরা এই সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কাঁকড়া ও ট্রলারের বিষয়ে আইনিব্যবস্থা নেয়ার জন্য কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো করা হয়েছে।

তিনি আরো জানান, ‘সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগ সুন্দরবনের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর এবং অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’