নার্সিং অধিদফতরকে স্বাস্থ্য অধিদফতরের সাথে একীভূতকরণ প্রক্রিয়া বাতিলসহ আট দফা দাবি মানা না হলে আগামী ২ ডিসেম্বর থেকে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন নার্সরা।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সকাল ১০টা থেকে শুরু হওয়া ২ ঘণ্টার প্রতীকী শাটডাউন কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ নার্সিস অ্যাসোসিয়েশন হোম মিড ওয়াইফারি সোসাইটি। প্রতীকী কর্মবিরতির কারণে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ সারা দেশের হাসপাতালগুলোতে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে মহা দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
তবে আন্দোলনকারীরা জানিয়েছেন ৪৮ বছরের স্বতন্ত্র প্রতিষ্ঠান নার্সিং অধিদফতরকে স্বাস্থ্য অধিদফতরের সাথে একীভূত করার প্রচেষ্টার মাধ্যমে তাদের নিজস্বতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই প্রক্রিয়া বাতিল, নিয়োগ বিধি অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেটআপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন, পদোন্নতি সুপার নিউমেরারি পদোন্নতি, শয্যা, রোগী, চিকিৎসক অনুপাতে নার্স এবং মিড ওয়াইফারি পদ সৃজনসহ সহ ৮ দফা দাবি জানান।
বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন, রংপুরের সভাপতি নাজমা নাহার বেগম জানান, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের সাথে বৈষম্য করেই যাচ্ছে। দাবি মানা না হলে আগামী দুই ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে শাটডাউন কর্মসূচিবপালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।



