ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় রোববার সকালে তার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার পুরুড়া গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা মেজরভিটার থাই ব্যবসায়ী গণি মিয়ার ছেলে সোহাগ মিয়া উপজেলার পুরুড়া গ্রামে রোববার সকালে তার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বাবা গনি মিয়া জানান, তার ছেলে সোহাগ মিয়া বেশ কয়েক বছর আগে উপজেলরা পুরুড়া গ্রামে জমি কিনে বাসা নির্মাণ করে ওখানেই বসবাস ও ব্যবসা করে আসছিলেন। ঘটনার সময় তার নিজের দোকানে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা খোঁজ পেয়ে ঘটনাটি তাকে জানায়।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।