কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পুকুরে ডুবে পাঁচ বছরের জায়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে জায়ান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

জায়ান ওই গ্রামের ফার্মেসি ব্যবসায়ী জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়ান বৃহস্পতিবার বিকেলে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মাইনুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।