পাবনা সদরের দোগাছিতে অটোরিকশা চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে দোগাছি পুর্বপাড়া চিথুলিয়ার শাকিল হোসেনের অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম চিথুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুর দেড়টার দিকে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হোন জাহাঙ্গীর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মৃত্যু হয়।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ওই ছেলের মৃত্যুর খবর শুনেছি। তবে দুঃখজনক বিষয় হলো বিকেল ৫টা পর্যন্ত সমস্ত গ্যারেজে বিদ্যুৎতাড়িত ছিল। কিন্তু পল্লী বিদ্যুতের লোকজন এটার কোনো ব্যবস্থা করেনি। বিদ্যুৎও বন্ধ করেনি। এ গ্যারেজটি সম্পূর্ণ অব্যবস্থাপনায় রয়েছে। স্থানীয়রা ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছে। মালিকের বিরুদ্ধে কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।’
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।