মিরসরাইয়ে তিন মাদকসসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস স্ট্যান্ডের পেছনে শেড এবং পরিত্যক্ত স্থানে নেশাগ্রস্ত অবস্থায় মাদকদ্রব্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় দণ্ড প্রদান করা হয়। এ ছাড়া ওই স্থানে ফেলে যাওয়া অবস্থায় মাদকদ্রব্য ও মাদক সেবনের কিছু উপকরণ পাওয়া যায়, যা বিনষ্ট করা হয়।