বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় বেলাল হোসেন (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
গ্রেফতার ছাত্রলীগ নেতা বেলাল হোসেন
গ্রেফতার ছাত্রলীগ নেতা বেলাল হোসেন |ছবি - নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় বেলাল হোসেন (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১২টায় গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার বেলাল ফুলবাড়ী গ্রামের মরহুম আবু মুসার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের উপবিভাগীয় সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকা হতে ছাত্রলীগ নেতা বেলালকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা বেলালকে গ্রেফতারের পর বুধবার সকালে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।