সালমান শাহ হত্যা মামলা : অভিযুক্তদের দেশত্যাগ রোধে হিলিতে কড়া নজরদারি

সালমান শাহ হত্যা মামলার অভিযুক্তদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Dinajpur
সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্তদের দেশত্যাগ রোধে হিলিতে কড়া নজরদারি
সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্তদের দেশত্যাগ রোধে হিলিতে কড়া নজরদারি |নয়া দিগন্ত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশত্যাগ না করতে পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

রোববার সকাল থেকে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে এই সতর্কাবস্থা চালু রাখা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে ভারত-বাংলাদেশে যাতায়াতকারীদের ছবির সাথে হত্যা মামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল গমনাগমনের অনুমতি দেয়া হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সালমান শাহ হত্যা মামলায় সাথে জড়িতরা যাতে কেউ কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।