সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় আনারুল ইসলাম চাঁন মিয়া (৫৫) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বুড়ারদহে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল সোনাতলা পৌর এলাকার বোচারপুকুর গ্রামের মরহুম সানাউল্লাহ প্রামাণিকের ছেলে ও জামায়াতের সক্রিয় কর্মী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আনারুল ইসলাম নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে সৈয়দ আহম্মদ কলেজ এলাকায় যাচ্ছিলেন। পথে বুড়ারদহ নামক স্থানে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি ট্র্যাক অটোভ্যানকে ধাক্কা দিলে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আনারুল ইসলামের মৃত্যুতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।



